প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪, ১১:২৭
সোমবার (২২ এপ্রিল) প্রচণ্ড তাপদাহে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা এবং বৃক্ষ রোপণে উৎসাহিত করতে এমন পদক্ষেপ গ্রহণ করেছে শেরপুর উপজেলা প্রশাসন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে এবং হাট-বাজার ও বিভিন্ন রাস্তার মোড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী কর্মকর্তা মাঠে কর্মরত কৃষক ও শ্রমজীবী মানুষের মাঝে গাছের চারা এবং পানির বোতল বিতরণ করেন। এছাড়াও প্রচণ্ড গরমে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসচেতনতা এবং বৃক্ষ রোপণে উৎসাহিত করেন এই কর্মকর্তা। তার এমন জনবান্ধব কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করছেন উপজেলাবাসী।
চারা গাছ ও পানির বোতল বিতরণে তার সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী জানান, বিভিন্ন জায়গায় প্রায় দু’শ পানির বোতল ও দু’শ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারি ভাবেও গাছ লাগানোর ব্যাপক প্রস্তুতি গ্রহণ চলছে এ উপজেলায়৷ সকলকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।
মন্তব্য করুন: