প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৪, ১৭:০৯
বগুড়ার সদর উপজেলায় গ্যাসের চুলায় রান্না করার সময় আগুনে দগ্ধ হয়ে সোনাবান বিবি (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বিসিক নগরীর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে ৷
নিহত বৃদ্ধা সোনাবান বিবি জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার মদনচর এলাকার মৃত মোজাম্মেল হকের স্ত্রী।
তিনি চার মাস আগে তার ছেলের সঙ্গে বিসিক এলাকায় বেড়াতে আসেন ৷
নিহতের ছেলে শফিকুল ইসলাম জানান, চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে বগুড়ার বিসিক এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছেন তিনি। চার মাস হচ্ছে তার মা বাসায় এসেছেন এবং রোজ নিজের ইচ্ছাতে রান্না করে থাকেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে বাসায় প্রচণ্ড ধোঁয়া দেখতে পান তিনি। এরপর রান্না ঘরে ঢুকে দেখি গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে মা মারা গেছেন।
বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, আমরা সকাল ১০টার দিকে খবর পাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহটির সারা শরীর পুড়ে গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
মন্তব্য করুন: