প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৪, ১৭:৪৬
চলমান তাপপ্রবাহ আরও তিনদিন অব্যাহত থাকার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সারা দেশের প্রাথমিক স্তর থেকে শুরু করে স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও ছুটি বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর আগে তাপপ্রবাহের কারণে গত ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ৭ দিনের ছুটি ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সৈয়দ জাফর আলী বলেন, শিক্ষামন্ত্রী দেশের বাইরে থাকায় এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।
তিনি ফিরে আসলে, আশা করি শনিবারের মধ্যে এ বিষয়ে নির্দেশনা পাওয়া যাবে।
তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবকরা। বন্ধের পরিবর্তে সকাল শিফটে শ্রেণি কার্যক্রম পরিচালনা বা অনলাইনে ক্লাস নেওয়ার দাবি জানান তারা।
অভিভাক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, ধারাবাহিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হচ্ছে।
স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় এবং হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে অনলাইনের মাধ্যমে শিক্ষা পরিচালনা করা যেতে পারে। সম্ভব হলে সকালের শিফটেও ক্লাস নেওয়া যেতে পারে। যা শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে সহয়ক ভূমিকা পালন করবে।
অনলাইনে ক্লাস নেওয়ার প্রস্তুতি আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট অধিদপ্তরের একাধিক কর্মকর্তা।
তারা জানান, করোনার সময় শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস পরিচালিত হয়েছে। ফলে এমন সিদ্ধান্ত আসলে তা বাস্তবায়নে কোনো প্রতিবন্ধকতা থাকবে না।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অপর একটি সূত্রে দাবি, নতুন করে ছুটি বাড়ার সিদ্ধান্ত নাও আসতে পারে। কারণ দেশে বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে না। আবার দেশের সব স্থানে তাপমাত্রার তারতম্য রয়েছে।
মন্তব্য করুন: