প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৪, ১৭:২৫
রাজধানীর বনানীতে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি জানান, আজ শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৪টা ২ মিনিটে বনানীতে যাত্রীবাহী বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আসে ৪ টা ৩৭ মিনিটে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই ডিউটি অফিসার।
মন্তব্য করুন: