প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৪, ১২:১৫
খুলনা রয়েল মোড়ের ফাতিমা হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার এবং বগুড়া সুইটসকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা। গতকাল সোমবার দুপুরে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব এ অভিযান পরিচালনা করেন।
সূত্রে জানা গেছে, তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন। এ সময় ফাতিমা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও সংরক্ষণ এবং প্রতিশ্র“ত সেবা বিক্রয় না করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
একই এলাকার বগুড়া সুইটসকে উৎপাদিত দইয়ের মেয়াদ উত্তীর্ণ তারিখ ও মূল্য উলেখ না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে মোট ২টি প্রতিষ্ঠানকে এক লাখ ৬ হাজার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন: