বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান
  • সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য
  • হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন
  • ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি
  • শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়
  • শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ
  • ‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’
  • মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে
  • জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া
  • বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

সুষ্ঠু নির্বাচন হোক, কেউ ক্ষমতা দেখাবেন না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১ মে ২০২৪, ১৬:০২

কাউকে ক্ষমতা না দেখানোর আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমরা চাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক।

মঙ্গলবার (৩০ এপ্রিল) একেএম নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দরে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

শামীম ওসমান বলেন, কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিত হয়ে কথা বলছেন। আমি তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে চাই না। আমি আরও দুজনের মুখ এখানে দেখব ভেবেছিলাম। তারা হয়তো নির্বাচন করছেন। আমার ঘৃণা হয় যখন কেউ বলে, টাকা দিয়ে নির্বাচন করা যায়। এ জনগণ কী এত সস্তা! আমিতো এটা বিশ্বাস করতে রাজি না। যিনি টাকা দিয়ে নির্বাচন করবেন, তিনি টাকাই কামাবেন।

তিনি বলেন, এবারের নির্বাচনে আমি সকালে উঠে আমার বাবা, মা ভাইয়ের কবরের সামনে এসে ইউনুস দোয়া খতম দিয়েছি। অনেকে অনেক কথা বলছেন। আমরা এগুলো আমলে নিলে আগামীকাল থেকে মাঠে নামতে পারবেন না। আমরা চাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক। কেউ ক্ষমতা দেখাবেন না। আমরা ক্ষমতা দেখালে ক্ষমতাসীন হয়ে কেউ তো নির্বাচন করতো না।

তিনি আরও বলেন, আমাদের কিছু করার নেই। আমার বাবা, দাদা ও মা চলে গেছেন। এতিম হওয়া কত কষ্টের শুধুমাত্র আল্লাহ জানে আর আমরা যারা এতিম তারা জানি। যে কবরস্থানে আমার ভাই শুয়ে আছে সেটার ডিজাইন আমি করেছিলাম। আমার মায়ের সেটা পছন্দ হয়েছিল। বলেছিল তোমার বাবার পেছনেই আমাকে রেখ।

তিনি বলেন, কয়েকদিন আগে রশিদ ভাইয়ের সঙ্গে কাজিম ভাই আমার বাসায় গিয়েছিলেন। আমি বলেছিলাম, কাজিম ভাই এবার নির্বাচন করেন। তিনি বললেন, না; রশিদ ভাই মুরুব্বি তিনি নির্বাচন করুক। এটার নাম রাজনীতি, আমি তার কাছ থেকে এটা শিখেছি। মৃত্যুর আগে তার আশা ছিল রশিদ ভাই নির্বাচন করুক।

আওয়ামী লীগের এই নেতা বলেন, কেন্দ্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ এসেছে। বন্দরের নির্বাচনে স্ব-শরীরে থাকার জন্য ও ব্যবস্থা নেওয়ার জন্য। আমি কাউকে খাটো করতে চাই না। তবে বলব, নির্বাচনে আমাদের ছবি ব্যবহার করবেন না।

শামীম ওসমান বলেন, আমি আপনাদের কাছে ভিক্ষা চাই। আপনারা আমার ভাইয়া, আব্বা, আম্মা, কাজিম ভাইসহ যারা চলে গেছেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন ও বেহেশত নসিব করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর