প্রকাশিত:
১ মে ২০২৪, ১৭:১২
বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া অনেকবারই বলেছেন - তাকে কোণঠাসা করা হয়েছিল বলিউডে! তবে অন্য কারও বান্ধবীকে কাস্ট করা হবে, সেই কারণেও নাকি ছবি থেকে তিনি বাদ পড়েছেন, সম্প্রতি এমনটাই জানালেন তিনি। তার পক্ষে সেই পরিস্থিতি মেনে নেওয়া কঠিন ছিল। বিনোদন দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করা খুব একটা সহজ কাজ নয় বলে জানালেন অভিনেত্রী। তিনি বলেন, শুধু মাত্র আমাদের ভাল পারফরম্যান্সের ওপর বিষয়টি নির্ভর করে না। দর্শক কী ভাবে নিচ্ছেন, পরিচালক কী ভাবছেন, কাস্টিং এজেন্টের প্রতিক্রিয়া ইত্যাদির উপর নির্ভর করছে আমি পরের ছবিটা পাবো কি পাবো না।
প্রিয়াঙ্কা বলিউডের হিন্দি ছবির দুনিয়ায় পা রাখার পর টানা দুই বছর তার সঙ্গী ছিল ব্যর্থতা। এক সময় মনে হয়েছিল, অভিনেত্রী হওয়ার স্বপ্ন ত্যাগ করে কলেজে ফিরে যাবেন। ইন্ডাস্ট্রিতে কেউ তার সঙ্গে কাজ করতে চান না, এই চিন্তা ক্ষত-বিক্ষত করে তুলতো তখনকার টিনেজ যুবতীকে। অভিনেত্রীর কথায় - আমি অনেক প্রত্যাখ্যান পেয়েছি। কোনো ছবির চরিত্রের জন্য আমাকে উপযুক্ত মনে হয়নি তাদের। কখনও অন্য অভিনেত্রীরা নির্মাতাদের ঘনিষ্ঠ বৃত্তে থাকায় তারা সুযোগ পেয়েছেন। আবার এমনও হয়েছে, আমার জায়গায় অন্য কারও বান্ধবীকে সুযোগ দেওয়া হয়েছে বলে আমার হাত থেকে ছবি চলে গেছে।
বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের জায়গা মোটামুটি পাকা করে ফেলেছেন। দীর্ঘদিন সফল অভিনেত্রীর জীবন কাটালেও গোড়ার দিকের লড়াইয়ের কথা কখনও ভুলে যাননি তিনি। তার মতে, মানুষ মাত্রেই মনে করেন, তারা অন্যদের থেকে উপযুক্ত এবং আত্মবিশ্বাসী। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্রত্যাখ্যান আসবেই। আর সেই প্রত্যাখ্যানকে অনুভব করতে হবে। অভিনেত্রী নিজেও এই পন্থা মেনে চলেন। তিনি বলেন, প্রত্যাখ্যান মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। চেষ্টা করে যেতে হবে প্রতিনিয়ত। আমি খুব একটা বিচলিত হই না এই নিয়ে।
মন্তব্য করুন: