প্রকাশিত:
২ মে ২০২৪, ১২:৫৮
যদি জানতে তোমার অপেক্ষাতে আজও দিন কাটে;
তোমার জন্য ডালা সাজাতে ঘুরি হাটে বাটে।
ফুলগুলো সব গন্ধ বিলয় তোমার পথের পানে;
যেতে না আর একলা ফেলে ভীষণ অভিমানে।
যদি জানতে কত গভীর ক্ষত পুষি তোমার নামে;
কত সমুদ্রের ঢেউ কিনেছি চোখের জলের দামে!
পথগুলো সব হেঁটে গেছে তোমার বাড়ির দিকে;
দিতে না আর এমন উড়াল আমায় একা রেখে।
যদি জানতে ভালোবাসার মানে কাছাকাছি আসা;
অযুত আকাশ তৃষ্ণা বুকে লুকিয়ে মুচকি হাসা।
পাখিগুলো কিচিরমিচির ডাকতো তোমায় খুব;
কেমন করে এমন ভাবে থাকো তুমি নিশ্চুপ!
যদি জানতে কী ঝড় রূহ'র ভিতর নিত্য খেলা করে;
এমন করে খিড়কি তুলে দিতে না মন ঘরে!
আকাশ থেকে নীলগুলো সব বিলীন হয়ে যায়;
অবুঝ এমন সকাল-সন্ধ্যে কেবল তোমায় চায়।
যদি জানতে আমার নিঃশ্বাসে কার গন্ধ মাখামাখি;
সারারাত্রি জেগে রং ঢেলে কার মুখের ছবি আঁকি!
স্বপ্ন এবং বাস্তবতায় তোমায়ই কেবল চাই;
তুমি ছাড়া কল্পনাতেও আপন কেহ নাই।
যদি জানতে আমার অন্তরে কোন অসুখ করে বাসা;
ধন্য হতো জীবন আমার দুঃখ জলে ভাসা।
শত জনম কাটিয়ে দিতাম তোমার অপেক্ষাতে;
যদি ভালোবেসে হাতটি তোমার রাখতে এই হাতে।
মন্তব্য করুন: