মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ২৫ শহীদ পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান
  • ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিলো বিআরটিএ
  • রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ
  • গণমাধ্যমে হামলা-ভাঙচুর হলে ব্যবস্থা
  • কঠোর হতে চায় না সরকার, আমরা চাই শান্তিপ্রিয় সমাধান
  • বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  • নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত
  • ঢাকার যে ৫ এলাকায় আজ বেশি বায়ুদূষণ
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

পেকুয়ায় তিন দিন পর খালে মিলল শ্রমিকের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত:
৭ মে ২০২৪, ১৫:৩৪

কক্সবাজারের পেকুয়া উপজেলায় খালে ভাসমান অবস্থায় আনোয়ার হোসেন (২১) নামে এক কার্গো বোট শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কাটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝোরা নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

তিন দিন আগে নিখোঁজ হন ওই শ্রমিক।
আনোয়ার উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকার আকতার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কার্গো বোট শ্রমিক ছিলেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত শনিবার লবণ বহনকারী একটি বোটে কাজে যান আনোয়ার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। মঙ্গলবার দুপুরে পেকুয়ার কাটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝোরা নামক এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

নিহত শ্রমিকের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, গত শনিবার সকালে আনোয়ার বোটের উদ্দেশে ঘর থেকে বের হয়। ওইদিন রাতে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল থেকে দুটি নৌকা নিয়ে স্বজনরা কাটাফাঁড়ির খালের বিভিন্ন স্থানে আনোয়ারের খোঁজ নিতে থাকি। এক পর্যায়ে দুপুরে খালটির জালিয়াখালী নাশির ঝোরা এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

ওসি জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর