প্রকাশিত:
৭ মে ২০২৪, ১৭:১৯
খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ২১টি দোকান।
মঙ্গলবার (৭ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মেরুং ইউনিয়নের কাঁঠালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
মেরুং ইউনিয়নে চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি বলেন, দুপুরের দিকে ইজিবাইক বা টমটমের ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় আগুনের সূত্রপাত। মুর্হূতের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে সময় বেশি লাগে।
দীঘিনালা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা রুবেল ত্রিপুরা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ২১টি দোকন সর্ম্পূণ পুড়ে গেছে। আশপাশে পানি না থাকায় দূর থেকে পাইপলাইনের মাধ্যমে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মন্তব্য করুন: