প্রকাশিত:
১২ জুলাই ২০২৩, ১৬:১৮
ঝিনাইদহ পৌরসভায় চার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) সকালে ঝিনাইদহ পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিথিলা ইসলাম, ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাউসার হামিদ ও শিশু হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. ফরিদ হাসান (জামিল) ও অন্যান্য মেডিকেল অফিসার।
রোগীদের চিকিৎসাপত্র দেওয়ার পর ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে। সঙ্গে মিনি প্যাথলজি ও ইসিজির ব্যবস্থাও করা হয়েছে। ১২ জুলাই (বুধবার) থেকে ১৫ জুলাই (শনিবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ৯টি স্থানে বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখবেন। চারদিনে পৌরসভার ১০ হাজার রোগীদের ফ্রি চিকিৎসাপত্র ও ওষুধ দেওয়া হবে।
মন্তব্য করুন: