শুক্রবার, ২রা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান
  • সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য
  • হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন
  • ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি
  • শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়
  • শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ
  • ‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’
  • মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে
  • জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া
  • বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

কিডনি কেনাবেচায় জড়িত ২ দালাল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১২ মে ২০২৪, ১৭:১৭

মানুষের দরিদ্রতাকে পুঁজি ও জিম্মি করে কিডনি কেনাবেচার সঙ্গে জড়িত দালাল চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ মে) তাদের গ্রেপ্তার করা হয়। আজ রবিবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. ফারুক হোসেন এ তথ্য দেন। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।


গ্রেপ্তারকৃতরা বিশেষ কায়দায় নিম্ন আয়ের সাধারণ মানুষকে জিম্মি করে কিডনি কেনা-বেচার সাথে জড়িত। তারা আন্তঃদেশীয় দালালচক্রের সদস্য। শনিবার (১১ মে) ইবনেসিনা ডায়াগনোস্টিক সেন্টার এর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাজু হাওলাদার (৩২), শাহেদ উদ্দীন (২২), আতাহার হোসেন বাপ্পী (২৮)।


এ চক্রের আরো কয়েকজনের নাম পেয়েছে ডিবি। তারা হলেন, মো. মাছুম (২৭), শাহীন (৩৫), সাগর ওরফে মোস্তফাসহ (৩৭) অজ্ঞাতনামা ১০/১২ জন।

ওই দালালচক্রের খপ্পরে পড়ে কিডনি হারানো ব্যক্তির নাম মো. রবিন। কিডনি হারিয়ে আজ তিনি এক কর্মক্ষমতাহীন মানুষ।


এমতাবস্থায় এই চক্রের দ্বারা অন্য আরেকজন ব্যক্তি প্রতারিত হতে গেলে রবিন তা জানতে পারলে ধানমন্ডি থানা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করতে সহযোগিতা করে।
তিনি এজাহারে বলেন, ২০২৩ সালের এপ্রিল মাসের কোনো এক তারিখে মিরপুর-১০ নং শাহ আলী মার্কেটের পিছনে চায়ের দোকানে রবিন তার এক বন্ধুর সাথে চা খাচ্ছিলেন। সংসারের অভাব অনটন নিয়ে কথাবার্তা বলছিল। ওই কথাবার্তা চলাকালীন পাশে বসা অভিযুক্ত ১নং পলাতক আসামি মাছুমও চা পান করছিল।

এসব কথাবার্তা শুনে মাছুম নিজ থেকেই তাকে বলে যে, ভারতে তার ব্যবসা আছে এবং ওই প্রতিষ্ঠানে চাকুরি দিতে পারবে।


একপর্যায়ে মোবাইল নম্বর আদান প্রদান হয় তাদের। পরে এই চক্রের অন্য সদস্যদের সঙ্গে তার প্রায় ১৫/২০ দিন মোবাইলে কথা হয়। তারা তাকে ভারত নিয়ে যাবে এবং সকল কার্যক্রম করবে মর্মে প্রস্তাব দেন, এতে তিনি রাজি হন। তবে ভারতে নিয়ে গিয়ে তারা তাকে চাকরি দেয়নি। কৌশলে তার কিডনি কেটে নিয়েছে তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর