প্রকাশিত:
১৩ মে ২০২৪, ১৮:২৩
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়েছে। এ উপজেলার ৬ টি ইউনিয়নের মোট ১ লাখ ৪ হাজার ৫২৪ ভোটারের ভোট প্রয়োগে ২৯ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (১৩ মে) প্রতীক বরাদ্দের মাধ্যমে উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মিলে মোট ৯ প্রার্থীর প্রচার প্রচারণা শুরু হয়েছে। রঙিন পোষ্টার, মাইকিং র্যালী, শোভাযাত্রা নিয়ে স্ব-স্ব প্রর্থীরা প্রচার প্রচারণা শুরু করেছেন।
এ উপজেলায় প্রতিদন্দী প্রার্থীরা হলেন- চেয়ারম্যন পদে লুৎফর রহামান বাবু (কাপ-পিরিচ), গোলাম রব্বানী সরকার (মোটরসাইকেল), এজাহার আলী (ঘোড়া), আব্দুস ছলাম সুজা (আনারস) প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। ভাইস চেয়াম্যান পদে উত্তম কুমার মোহন্ত (টিউবয়েল) ও মেহেদী হাসান (উড়োজাহাজ) প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রচারণা চালাচ্ছেন নার্গিস সুলতানা (হাঁস). লুনা শেখ, (ফুটবল) ও শামীমা আক্তার পারুল (কলস) প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে সাধারন ভোটারদের বাড়ীতে বাড়ীতে গিয়ে উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখা সহ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে ভোটারদের নিকট ভোট চাইছেন। সাধারন মানুষ যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে উপজেলায় প্রতিনিধি নির্বাচিত করবে বলে জানায়।
মন্তব্য করুন: