মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • কঠোর হতে চায় না সরকার, আমরা চাই শান্তিপ্রিয় সমাধান
  • বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  • নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত
  • ঢাকার যে ৫ এলাকায় আজ বেশি বায়ুদূষণ
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনালের ৩০ বছর উদ্‌যাপন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১২:২৪

বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩০ বছর উদ্‌যাপন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এ উপলক্ষে (১৫ মে) বুধবার দিনভর নগরের বান্দ রোডের একটি হোটেলের মিলনায়তনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশাসনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক, দেশি–বিদেশি বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। তাঁরা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ৩০ বছরের মানবিক কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, কিশোর-কিশোরীদের আত্মিক ও মানসিক উন্নয়নে অবদান রাখার জন্য ভূয়সী প্রশংসা করেন। এসব অনুষ্ঠানের ফাঁকে অতিথিরা কেক কাটেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শওকত আলী। উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শওকত আলী বলেন, ‘বাংলাদেশে শিক্ষা, যৌন ও প্রজননস্বাস্থ্যের অধিকার নিশ্চিত এবং খেলাধুলাসহ সব ক্ষেত্রে মেয়েরা এখন এগিয়ে। বরিশাল বিভাগে শতভাগ জন্মনিবন্ধন নিশ্চিত করাসহ নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ব্যাপকভাবে কাজ করে আসছে। আমরা চাই, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগগুলো অব্যাহত থাকুক এবং তৃণমূল পর্যায়ে কাজ করুক।’


বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘সরকারের প্রচেষ্টাকে বাস্তবে রূপরেখা প্রণয়ন করতে এবং শিশু-কিশোরদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক বৈষম্য দূর করতে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মতো উন্নয়ন সংস্থার অবদান ব্যাপক।’

অনুষ্ঠানে জানানো হয়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তিন দশক ধরে দেশের প্রায় ৪০টি জেলায় কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি ১৯৯৪ সালে কমিউনিটিভিত্তিক নানা রকম সেবা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে উন্নয়ন যাত্রা শুরু করে। দেশের সুবিধাবঞ্চিত শিশুদের; বিশেষত কন্যাশিশু ও যুব নারীদের অধিকার প্রতিষ্ঠায়, তাদের শিক্ষা, সুরক্ষা, দক্ষতা ও নেতৃত্ব বিকাশে নিবিড়ভাবে কাজ করছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বরিশাল বিভাগে সিডর–পরবর্তী সময়ে ব্যাপকভাবে কাজ শুরু করে।

দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম পর্বে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিভিন্ন সফলতা ও অর্জন তুলে ধরা হয়। ৩০ বছরের একটি ভিডিও ডকুমেন্টারি, সাফল্য ও রূপান্তরের গল্প প্রদর্শন করা হয়। এ ছাড়া একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীরা দক্ষিণাঞ্চলের জলবায়ু পরিবর্তন, মেয়ে ও যুব নারীদের ক্ষমতায়ন, শিশু অধিকার, স্বাস্থ্য, সুরক্ষা এবং শিক্ষার বিষয় নিয়ে আলোচনা করেন।

প্ল্যান ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় কার্যালয়ের র্কমকর্তারা জানান, প্ল্যান বাংলাদেশ, দুর্যোগ ও মানবিক সংকটের সময় নৈতিক দায়িত্ব হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যে কার্যক্রম চালু রেখেছে, তা ক্ষতিগ্রস্তদের চাহিদা পূরণ করে সংকটের জন্য একটি শক্তিশালী পদক্ষেপ প্রদর্শন করেছে। প্রতিষ্ঠানটি সরকারের সহায়তায় অন্তর্ভুক্তিমূলক মানসম্পন্ন শিক্ষা, যৌন ও প্রজননস্বাস্থ্য ও অধিকার, যুব কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে দক্ষতা এবং সুযোগের মাধ্যমে সারা দেশে মানবিক কর্মসূচিতে মানসম্পন্ন পরিষেবা দিচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর