প্রকাশিত:
১৯ মে ২০২৪, ১২:৫১
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়’ রাখার অনুরোধ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
শনিবার (১৮ মে) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইবি কর্মকর্তা সমিতির আয়োজনে গুণীজন সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।
এসময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় এবং সিন্ডিকেট সদস্যরা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ করবো, আমি জানি আরও দুটি বিশ্ববিদ্যালয় আছে একটা ঢাকায় এবং একটা চট্টগ্রামে, তারাও ইসলামী বিশ্ববিদ্যালয় নামে পরিচয় দেয়। ফলে সবসময় তারা একটা কনফিউশান সৃষ্টি করে। আপনারা আপনাদের বিশ্ববিদ্যালয়ের নামের আগে যদি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় করেন তাহলে এই কনফিউশান আর থাকবে না।
অন্যথায় ঐ দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যখন আমরা বিভিন্ন সময় প্রশ্ন করি তখন তারা কিছুই পারে না। যখন আমরা বলি আপনাদের ইউনিভার্সিটি কোথায়? তখন তারা বলে কমলাপুরের এখানে ঢাকায়, তখন আমরা বুঝতে পারি এরা পাবলিক বিশ্ববিদ্যালয় বা আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। এ কারণে নামের বিভ্রাট হয়। এটাকে পরিবর্তন করে যদি সম্ভব হয় তাহল বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় করে নেন তাহলে আর এ কনফিউশান থাকবে না।
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা দেখি বার কাউন্সিলের পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক ভাল করে। এতে বোঝা যায় আপনাদের শিক্ষকরা ক্লাসে অনেক ভালো পাঠদান করেন। শিক্ষার্থীদের সফল হওয়ার পিছনে শিক্ষকদের অবদান অনেক।সুপ্রিম কোর্টেও আপনাদের বিশ্ববিদ্যালয়ের অনেক বিজ্ঞ আইনজীবী রয়েছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন। যারা আপনাদের বিশ্ববিদ্যালয়কে অনেক উপরে তুলে ধরেছেন। আপনাদের বিশ্ববিদ্যালয়কে সাহায্য করার যদি বিন্দু মাত্র সুযোগ থাকে আমি তা অবশ্যই করবো।
এদিকে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ইবির সাবেক শিক্ষার্থী ও সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মনজুরুল হক ও কোষাধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ নূরুল হুদা আনছারী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ ড. শাহজাহান আলম সাজু। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাড. কে এম মাসুদ রুমী ও এ্যাড. বি এম আব্দুর রাফেল। স্বারক বক্তা ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান। স্বাগত বক্তা ছিলেন উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এ.টি.এম এমদাদুল আলম।
ইবি কর্মকর্তা সমিতির সভাপতি দেওয়ান টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট। এছাড়া এসময় আরও উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড.শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.বাকী বিল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মন্তব্য করুন: