প্রকাশিত:
২০ মে ২০২৪, ১৭:৩৫
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ দল। যাওয়ার আগে বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের দলও ঘোষণা করা হয়েছে। যদিও এর কিছুই জানেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটরিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাশরাফি।
অনুষ্ঠান শেষে বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হয়েছে সংবাদ মাধ্যমের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল দেখিনি। জানি না কারা আছে।’
সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে নেই দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুজনের ফর্ম ও বাংলাদেশ দলের বর্তমান অবস্থা নিয়ে কোনো ধারণা নেই বলে জানিয়েছেন মাশরাফি, ‘পুরো দল দেখিনি।
কেমন অবস্থায় আছে তাও জানি না। আমি খেলা দেখিনি, সত্যি কথা।’
বিশ্বকাপে বাংলাদেশ দলের গ্রুপে কোন কোন দল আছে, তাও জানেন না মাশরাফি, ‘জানি না আসলে কারা আছে গ্রুপে।’ পরে অবশ্য সাংবাদিকরা গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষের নাম মনে করিয়ে দেওয়ার পর মাশরাফি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে তো জেতা উচিত।
দক্ষিণ আফ্রিকায় গিয়ে একবার সিরিজ জিতে এসেছে, যদিও ওয়ানডে ছিল। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার যেকোনো একটা জিততে হবে মনে হয় (দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য)। আশা করি, ইনশাআল্লাহ ভালো করবে।’
গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল। এ দুই দলের সঙ্গেও জেতা উচিত বলে মনে করেন মাশরাফি, ‘ওদের (নেপাল-নেদারল্যান্ডস) সঙ্গে যদি হারার কথা চিন্তা করেন, তাহলে তো কঠিন।
দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার একটা জিতে আর এদের হারিয়ে...দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার দুইটাই নয় কেন? দুইটাকেই চিন্তা করা যায় হারাতে পারে কি না।’
মন্তব্য করুন: