প্রকাশিত:
২৩ মে ২০২৪, ১৭:৩২
নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে মঠবাড়িয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াজ উদ্দিন আহম্মেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২৯ মে ওই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শুনানি শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ওই প্রার্থী প্রতীক বরাদ্দের দিন শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করেন। রিটার্নিং কর্মকর্তা ওই প্রার্থীর ব্যাখ্যা তলব করেছিলেন। ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি ইসির দৃষ্টিতে আনেন। পরে কমিশন তাঁকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিল।
ইসি সচিব বলেন, আজ ওই প্রার্থী আইনজীবীসহ কমিশনে হাজির হন। শুনানিতে তিনি দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তবে ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে এই প্রার্থীর প্রার্থিতা বাতিল করে।
এদিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন প্রার্থিতা বাতিল করা হবে না, তা জানতে চেয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরীকে তলব করেছে নির্বাচন কমিশন। ২৬ মে বেলা ১১টায় এ প্রার্থীকে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ২৯ মে এই উপজেলায়ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন: