শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান
  • সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য
  • হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন
  • ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি
  • শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়
  • শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ
  • ‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’
  • মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে
  • জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া
  • বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

রাফা ক্রসিংয়ে ইসরায়েলি সেনার গুলিতে মিশরীয় সেনা নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৬:৫৭

গাজার রাফা ক্রসিংয়ের কাছে ইসরায়েলি ও মিশরীয় সেনাদের মধ্যে গোলাগুলিতে এক মিশরীয় সেনা নিহত হয়েছেন।

মিশরের রাষ্ট্র-সংশ্লিষ্ট আল কাহেরা নিউজের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে ইসরায়েলি বাহিনী এবং হামাসের মধ্যে গোলাগুলির সময় সীমান্তের মিশরী প্রান্তে গুলি এসে পড়লে পাল্টা গুলি চালায় মিশরীয় নিরাপত্তা বাহিনীর কর্মীরা।

ইসরায়েলি সেনারাও তার জবাব দেয়, ফলে এই সময় দিকবিদিক গুলি চলতে থাকে। এই ত্রিমুখী গোলাগুলিতে ওই সেনা নিহত হন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশরীয় কর্নেল গারিব আবদেল হাফেজ গারিব জানিয়েছেন, মিশরের সশস্ত্র বাহিনী রাফা সীমান্তের কাছে গোলাগুলির ঘটনার তদন্ত করছে। ওই গোলাগুলির ঘটনায় এলাকাটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা নিহত হয়েছেন।

এর আগে সোমবার (২৮ মে) ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল তারা রাফা ক্রসিংয়ের কাছে ইসরায়েলি ও মিশরীয় সেনাদের মধ্যে গুলি বিনিময়ের তদন্ত করছে।

মিশর ও ইসরায়েল ১৯৭৯ সালে একটি শান্তি চুক্তি করে। তখন থেকে মিশর নিরাপত্তার বিষয়ে বিশেষ করে গাজা সীমান্তের চারপাশে ইসরায়েলকে সহযোগিতা করে আসছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক প্রকল্প পরিচালক রামি দাজানি জানান, রাফার সামগ্রিক পরিস্থিতি এবং সেখানে ইসরায়েলি তৎপরতা ইতোমধ্যেই সীমান্ত জুড়ে উত্তেজনা সৃষ্টি করছে। মিশর তাদের সীমান্তে এই ঘটনাগুলো নিয়ে খুবই উদ্বেগে রয়েছে। এই এলাকার নিরাপত্তা মিশরের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর