শনিবার, ৩রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বিমানের প্রস্তাব ফিরিয়ে দিলেন খালেদা জিয়া
  • সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান
  • সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী
  • দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান
  • সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য
  • হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন
  • ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি
  • শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়
  • শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ
  • ‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’

রাফায় ইসরায়েলি অভিযান এখনও সীমালংঘন করেনি: কিরবি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ মে ২০২৪, ১৭:১৭

গাজা দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে গত রোববার রাফায় ইসরায়েলি বিমান হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে।

তবে যুক্তরাষ্ট্র মনে করে রাফায় ইসরায়েলের হামলা সীমা এখনও লঙ্ঘন করেনি। যদিও এর আগে 'রাফায় হামলা' চালানোকে রেড লাইন বলে উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ক্ষেত্রে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ সীমিত করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলে রাফা শহরে পূর্ণাঙ্গ আগ্রাসন চালিয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করে না। ইসরায়েলি বাহিনী শহরটি কেন্দ্রে পৌঁছানো এবং মিসর সীমান্তে নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড় দখলের খবর আসার কয়েক ঘণ্টা পর তিনি এ মন্তব্য করলেন। খবর বিবিসি
কিরবি বলেন, আমরা তাদের বড় ইউনিট, বিপুল সংখ্যক সৈন্য নিয়ে অনেকগুলো লক্ষ্যবস্তুকে টার্গেট করে অভিযান চালিয়েছে তেমন সমন্বিত কিছু করতে দেখিনি। একটি বড় ধরনের স্থল অভিযান হয়েছে এমনটি আমরা এখনো বিশ্বাস করি না, এখন পর্যন্ত আমরা সেটি দেখিনি, সেখানে তেমন অভিযান হলে ভিন্ন সিদ্ধান্ত নিতে হতে পারে বলে প্রেসিডেস্ট আগেই জানিয়েছেন।

গত রোববার (২৬ মে) বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় আশ্রয় শিবিরে আগুন ধরে গেলে অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়, যাদের মধ্যে অনেক নারী, শিশু ও বৃ্দ্ধ। এই ঘটনার ব্যাপারে কিরবি বলেন, ইসরায়েল হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তাদের দুজন শীর্ষ নেতাকে হত্যা করেছে। ইসরায়েল বলছে, তাদের বিশ্বাস হামাসের মজুদ করে রাখা অস্ত্র বিস্ফোরণের কারণেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর