প্রকাশিত:
২ জুন ২০২৪, ১৬:১২
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের ১৩৬ নং কক্ষে আল ফিকহ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী অপু মিয়াকে রাতভর র্যাগিংয়ের ঘটনায় ৩ জনকে সাময়িক বহিষ্কার এবং ২ জনকে শর্তসাপেক্ষে সতর্কীকরণ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শৃঙ্খলা কমিটির সুপারিশে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তবে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে। যদি তারা যৌক্তিক কিছু পেশ করে নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারে তবে অভিযোগ থেকে খালাশ পাবে৷
রেজিস্ট্রার স্বাক্ষরিত সাময়িক বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, লালন শাহ হলের ১৩৬ নম্বর কক্ষে আল-ফিকহ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অপু মিয়ার সাথে র্যাগিং সংক্রান্ত ঘটনার যাচাই-বাছাই সংক্রান্ত তদন্ত কমিটির সুপারিশ ও ছাত্র শৃঙ্খলা কমিটির ১৩ তম সভার সিদ্ধান্ত মোতাবেক শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুদাসসির খান কাফি (২০২১-২২), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো: সাগর প্রামানিক (২০২১-২২), একই বিভাগের শিক্ষার্থী মো: উজ্জ্বল কে ০১ বছর তথা দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হলো।
এছাড়াও অফিস আদেশের মাধ্যমে অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম আহমেদ মাসুম ও আইসিটি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিসনো আল আসনাওয়ী কে সতর্কীকরণ করা হলো এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে স্থায়ী বহিষ্কার করা হবে।
বহিষ্কারাদেশ সম্পর্কে আইন প্রশাসক অধ্যাপক আনিচুর রহমান বলেন, কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তারপর বিষয়টি সিন্ডিকেট যাবে, তখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি অনৈতিক ও অপরাধ কার্যকলাপে জড়িত হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কোড অফ কন্টাক্ট ফলো করে পার্ট-১ এর ৪ ও ৫ ধারা এবং পার্ট-২ এর ৮ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের লালন শাহ্ হলের ১৩৬ নম্বর গণরুমে রাতভর বিবস্ত্র করে র্যাগিংয়ের ঘটনা ঘটে। এতে সিনিয়র তিন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠে। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন করা হলে অভিযোগের সত্যতা পায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারই প্রেক্ষিতে ছাত্র শৃঙ্খলা কমিটির ১৩তম সভায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মন্তব্য করুন: