প্রকাশিত:
১৩ জুন ২০২৪, ১৭:২১
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ফিলিপাইনের ১২৬তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য একটি জমকালো ফিলিপিনো রান্না উৎসবের আয়োজন করেছিলো ১২ জুন, ২০২৪-এ ।
শহরের সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁ - গ্র্যান্ডিওজ রেস্তোরাঁয় ১২ জুন, ২০২৪-এ অনুষ্ঠিত এই উৎসবের লক্ষ্য ফিলিপাইনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাণবন্ত রন্ধন ঐতিহ্য প্রদর্শন করা, যা অতিথিদের কাছে ফিলিপিনো খাবারের একটি খাঁটি স্বাদ নিয়ে আসে। ফিলিপাইনের বিখ্যাত লেখক ও শেফ দাতু শরিফ পেন্ডাতুন ফিলিপিনো খাবারে তার দক্ষতার জন্য বিখ্যাত, তিনি আবেগ এবং ফিলিপাইনকে সংজ্ঞায়িত করে এমন অনন্য স্বাদগুলি প্রদর্শন করার প্রতিশ্রুতি নিয়ে এসেছেন।
উৎসবের উদ্বোধন করেন হিজ এক্সিলেন্সি লিও টিটো লুনার আউসান, জেআর, রাষ্ট্রদূত, ফিলিপাইন প্রজাতন্ত্রের দূতাবাস এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের নির্বাহী পরিচালক শাহিদ হামিদ এফআইএইচ এবং বিক্রয় ও বিপণন পরিচালক মুহাম্মাদ মাহমুদ হাসান। সন্ধ্যা সাড়ে ৬টায় কেক কাটার মাধ্যমে এই ফেস্টিভ্যাল এর উদ্বোধন করা হয়।
ঢাকা রিজেন্সিতে ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর - শেফ আহমেদ হোসেনের নেতৃত্বে ফিলিপাইন ও বাংলাদেশের সেলিব্রিটি শেফের সহযোগিতায় অতিথিরা বিভিন্ন খাবারের স্বাদ উপভোগ করেন।
মন্তব্য করুন: