প্রকাশিত:
২০ জুলাই ২০২৩, ১৪:৩০
গাজীপুরের কালিয়াকৈরে বুধবার গভীর রাঁতে অটোরিকশা ও পিক-আপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এসময় আহত হন অপর আরো দুজন। নিহত হলেন, যশোরের খানজাহান আলী থানার রানাগাতি এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে রাজিমুন শেখ। তিনি স্থানীয় ইকোনীটস লিমিটেড কারখানার ডিস্ট্রিবিউটর ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজিমুন দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় ইকোনীটস লিমিটেড কারখানায় কাজ করতেন। গত বুধবার রাঁতের ডিউটি শেষে অটোরিকশা যোগে কারখানা থেকে বাসায় ফিরছিলেন রাজিমুন। রাত ১২টার দিকে তাদের অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোয়ালবাথান এলাকায় বঙ্গবন্ধু হাইটেক সিটির সামনে পৌঁছালে মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষের ঘটনায় রাজিমুন, রাকিব হোসেন ও কামরুল নামে তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এলাকাবাসী। সেখানে কর্মরত চিকিৎসক রাজিমুনকে মৃত ঘোষণা করেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য আহত অপর দুজনকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
এবিষয়ে দায়িত্বরত সার্জজেন্ট আমিরুল ইসলাম জানান, ওই সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। তবে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন: