প্রকাশিত:
২৩ জুন ২০২৪, ১৭:৪৭
গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর দিনমজুরী দিয়ে এসএসসিতে গোল্ডেন প্লাস অর্জনকারী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামের সেই অদম্য মেধাবী মিনারজিমের পাশে এবার দাঁড়ালেন সরকারি আজিজুল হক কলেজের সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী সংগ্রামী দলের কেন্দ্রীয় নেতা ফুলবাড়ীর সন্তান রাশেদুল হক রানা।
শনিবার (২২ জুন) অদম্য মেধাবী
মিনারজিমের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি মিনারজিমসহ তার বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি মিনারজিমের লেখাপড়াসহ তার চাকুরী না হওয়া পর্যন্ত প্রতি মাসে নগদ টাকার অনুদান প্রদানের ঘোষণা দেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মিনারজিম নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবেদক ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, দৈনিক নাগরিক সংবাদপত্রের উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিমুল হক, মিনারজিমের বাবা মনিরুজ্জামান, মা হালিমা বেগম প্রমূখ।
সাবেক ছাত্রনেতা রাশেদুল হক রানা এসময় মিনারজিমকে উদ্দ্যেশ্য করে বলেন, তোমাকে নিয়ে পত্রিকার সংবাদ দেখে আমি তোমার দেখা করতে এসছি। এখন শুনছি আনেকে আসছে। এটা তোমার জন্য আল্লাহর রহমত। যারা তোমার সাহায্যে হাত বাড়াচ্ছে তারা তোমার জীবনের উন্নতি কামনায় আসছে।
ছাত্রনেতা রাশেদুল হক রানাকে উদ্দেশ্যে করে অদম্য মেধাবী মিনারজিম এ সময় বলেন, আমি ইনশাআল্লাহ আপনাদের উপদেশ গুলো মানবো এবং আমার স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের সম্মান অক্ষুন্ন রাখার চেষ্টা করবো।
উল্লেখ যে, অদম্য মেধাবী মিনারজিম ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামের প্রতিবন্ধী মনিরুজ্জামান ও মাতা হালিমা বেগমের একমাত্র পুত্র সন্তান। পিতা-মাতার আশা ছিল মিনারজিমকে ইসলামী লাইনে লেখা পড়া করাবে। পিতা-মাতার এই স্বপ্ন বাস্তবায়নে মিনারজিম ছোট থেকে কোরআন শিক্ষা শুরু করে। পাশাপাশি জেনারেল লাইনে লেখা পড়া চালায়। তার অদম্য ইচ্ছায় ২০২১ সালে ফুলবাড়ী ফায়ার সার্ভিস তালিমুল কোরআন মডেল বালক ও বালিকা মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হয়।
এরপর বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে সেরা ফলাফল করার জন্য মনোনিবেশ শুরু করেন। লেখাপড়ার খরচ জোগাতে প্রাইভেট পড়ানো সহ দিনমজুরী দিতে হয় তাকে।
অবশেষে নিজের কষ্টের উপার্জিত পয়সা, পিতা-মাতা, আত্মীয়-স্বজন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের সহযোগিতায় এবার এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ গোল্ডেন প্লাস অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ১১৫৩।
অদম্য মেধাবী মিনারজিমের এই কৃতিত্ব নিয়ে ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর সাংবাদিকদের কর্মরত গণমাধ্যম দৈনিক জবাবদিহি, দৈনিক যায়যায়দিন, দৈনিক নাগরিক সংবাদ, দৈনিক বায়ান্নর আলো সহ অনলাইন নিউজ পোর্টালে নিউজটি প্রকাশ হলে ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য ইউএনও রেহেনুমা তারান্নুম ও সাবেক ছাত্রনেতা রাশেদুল হক রানার নজরে আসে। তারা মিনারজিমের জন্য সহযোগিতায় হাত বাড়ান।
মন্তব্য করুন: