শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
  • নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন
  • আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
  • শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা নয় চাকরিপ্রার্থী তৈরি করে
  • নির্বাচনকালে পূর্ণাঙ্গ ক্ষমতা চায় ইসি
  • রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই নির্বাচন দেওয়া হবে
  • বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি অনুসন্ধান কমিটি
  • ঢাকার যে ৫ স্থানে আজ সবচেয়ে বেশি বায়ুদূষণ
  • রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ

সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিমের জার্সির মোড়ক উন্মোচন

প্রেস রিলিজ

প্রকাশিত:
২১ জুলাই ২০২৩, ১৯:০৯

সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিম তাদের জার্সির মোড়ক উন্মোচন করলো, শুক্রবার (২১ জুলাই) গ্রিন রোডস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাস অডিটোরিয়ামে। অনুষ্ঠানের প্রথম পর্বে জার্সির মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটি এবং যাচাই ডট কম লিমিটেডের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ট্রেজারার ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর আল-আমিন মোল্লা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসইউ’র ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিম ম্যানেজার ও আইকিউএসি অ্যান্ড সিআরটি’র ডেপুটি ডাইরেক্টর আবু হানিফ, টিম কোচ ও এডমিশন অফিসার মো: রাসেল আহমেদ, টিম ক্যাপ্টেন ও স্পোর্টস কো-অর্ডিনেটর মেহেরাব হোসেন জসি। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডীন, সব বিভাগীয় প্রধান, পরিচালক, লাইব্রেরিয়ান, শিক্ষকমন্ডলী, মিডিয়ার প্রতিনিধি এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির প্রভাষক সাদিয়া তাসনিম বর্ষা ও প্রভাষক শাহরিয়ার শামীম। জার্সির মোড়ক উন্মোচনের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁও ইউনিভার্সিটি এবং যাচাই ডট কম লিমিটেডের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ অনলাইনে যুক্ত হয়ে বলেন, আমি সবসময়ই খেলা প্রিয় মানুষ ছিলাম। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কো-কারিকুলার কার্যক্রমে অংশগ্রহণ না করলে তারা মানবিক মানুষ হতে পারবে না। সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে পাস করে শিক্ষার্থীরা যাতে মানবিক মানুষ হয়ে বের হতে পারে তিনি সেই আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের মানবিক মানুষ হওয়ার সাথে সাথে সোনারগাঁও ইউনিভার্সিটিকে তাদের নিজেদের মনে ধারণ করার কথাও বলেন। আমি আশাবাদী ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিম নিয়ে আসবে।


অনুষ্ঠানের সভাপতি সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসান বলেন, আজ থেকে আমাদের কাউন্ট ডাউন শুরু হচ্ছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য এবং সেই উত্তেজনার ঝড় আমরা এখন থেকে উপলব্ধি করছি, আমাদের প্লেয়াররা কখন মাঠে নামবে।


প্রফেসর শামীম আরা হাসান আরো বলেন, খেলাধুলা কর্মদক্ষতা বৃদ্ধি করে , সৃজনশীলতা আনে , মানসিক বিকাশে সহায়তা করে এবং অভিজ্ঞতা বৃদ্ধিসহ দলবদ্ধ হয়ে কাজ করা ও সময়ের সদ্ব্যবহার করা শেখায়। যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তাই খেলাধুলা শিক্ষা ও জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, সোনারগাঁও ইউনিভার্সিটি খেলাধুলার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর প্রমাণ আমাদের ক্রিকেট টিমের এই টুর্নামেন্টে অংশগ্রহণ ও আজকের এই জাকজমকপূর্ণ জার্সি উন্মোচনের অনুষ্ঠান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর