প্রকাশিত:
৭ জুলাই ২০২৪, ১৭:১৯
পাপুয়া নিউ গিনির প্রভাবশালী জ্বালানি মন্ত্রী জিমি মালাদিনাকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। সিডনির একটি সমুদ্র সৈকতে এক নারীকে মারধরের অভিযোগে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জিমি মালাডিনা পাপুয়া নিউ গিনির লাভজনক প্রাকৃতিক গ্যাস প্রকল্প নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছে। ৩১ বছর বয়সী ভুক্তভোগী ওই নারী জানিয়েছেন, জিমি মালাদিনা তাকে মুখে আঘাত করেছে। মালাদিনাকে বৃহস্পতিবার হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিডনির আদালত। আদালতের নথিতে ওই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে।
৫৮ বছর বয়সী এই মন্ত্রী এক বিবৃতিতে বলেন, তিনি ‘সততা এবং স্বচ্ছতার সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করতে প্রতিশ্রুতিবদ্ধ’।
উল্লেখ্য, পাপুয়া নিউ গিনির প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডার এবং অব্যবহৃত মজুদ মূল্যবান খনিজ পদার্থপূর্ণ স্থানের সন্ধানে যুক্ত বিদেশি সংস্থাগুলোর কাছে বর্তমানে যথেষ্ট আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে।
মন্তব্য করুন: