রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • রপ্তানি ট্রফি নীতিমালা সংশোধনে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে কমিটি
  • এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ
  • মঙ্গলবার সকালে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া
  • অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গারা ফিরে যাবে না
  • এবার কোরবানিযোগ্য পশু ১ কোটি ২৪ লাখ
  • স্থায়ী একটি গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছি
  • হাসিনা-পুতুলসহ পেছালো ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তার প্রতিবেদন
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে কোনো চুক্তি করেনি সরকার
  • হজযাত্রীদের ভিসা আবেদন সোমবার দুপুর ১২টার মধ্যে করতে হবে
  • ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে

হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়ে যা বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৪, ১৩:২৯

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে গাজায় ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত শুক্রবার (৫ জুলাই) ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন মাসুদ পেজেশকিয়ান। এরপর হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর কাছে পাঠানো বিবৃতিতে তিনি ইরানের সমর্থন পুনব্যক্ত করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পেজেশকিয়ানের এটিই প্রথম কোনো পররাষ্ট্রনীতি বিষয়ক মন্তব্য।

১৯৮২ সালে লেবাননে গৃহযুদ্ধের সময়ে ইসরাইল বৈরুত দখল করে নিয়েছিল। সেই সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উদ্যোগে হিজবুল্লাহ গঠিত হয়। এরপর থেকেই হিজবুল্লাহকে আর্থিক ও সমারিক সহায়তা দিয়ে আসছে ইরান।

হিজবুল্লাহর উদ্দেশ্যে পেজেশকিয়ান বলেন, প্রতিরোধের অধিকারের প্রতি সমর্থন দেয়া ইরানের মৌলিক নীতির মধ্যেই রয়েছে। হিজবুল্লাহর প্রতিরোধ যুদ্ধ গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধ করবে বলে আমরা বিশ্বাস করি।

এদিকে সোমবার (৮ জুলাই) ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, তেহরান লেবানিজদের প্রতি সমর্থন জানাতে দ্বিধা করবে না। ইসরাইলকে সতর্ক করে মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইসরাইল যদি এই অঞ্চলে বিশেষ করে লেবাননে হামলা করার মতো দুঃসাহস দেখায়, তাদের পরিণতি ভালো হবে না।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পরদিন থেকেই উত্তর ইসরাইলে রকেট এবং ড্রোন হামলা চালিয়ে আসছে লেবাননে অবস্থিত ইরানের প্রক্সি মিলিশিয়া হিজবুল্লাহ। হামলার আগুনে পুড়েছে হাজার হাজার একর জমি। এতে উচ্ছেদ হওয়া ৭০ হাজার ইসরাইলি এখনও ঘরে ফিরতে পারেনি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) পাল্টা আঘাত হানছে, তাদের হামলার কারণে দক্ষিণ লেবাননের ৯০ হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর