রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • রপ্তানি ট্রফি নীতিমালা সংশোধনে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে কমিটি
  • এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ
  • মঙ্গলবার সকালে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া
  • অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গারা ফিরে যাবে না
  • এবার কোরবানিযোগ্য পশু ১ কোটি ২৪ লাখ
  • স্থায়ী একটি গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছি
  • হাসিনা-পুতুলসহ পেছালো ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তার প্রতিবেদন
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে কোনো চুক্তি করেনি সরকার
  • হজযাত্রীদের ভিসা আবেদন সোমবার দুপুর ১২টার মধ্যে করতে হবে
  • ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১৫ দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত:
১১ জুলাই ২০২৪, ১২:২৮

লক্ষ্মীপুরের সদর উপজেলার মজুচৌধুরীরহাটে আগুনে পুড়ে গেছে ১৫ টি দোকান। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাতের খবর এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরমধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ১৫ টি দোকান পুড়ে গেছে।

এদিকে আগুন ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের আসতে দেরি হওয়াকে দায়ী করছেন দুইজন ব্যবসায়ী ও স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান স্বপন।

চররমনী মোহন ইউপি সদস্য আব্দুর রহমান স্বপন জানান, ফায়ার সার্ভিসকে জানানোর এক ঘণ্টাপর তারা এসেছে। অথচ ফায়ার সার্ভিস কার্যালয় থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। এছাড়া যোগাযোগ ব্যবস্থাও উন্নত।


তাদের আসতে দেরি করার কারণেই আগুন ছড়িয়ে গেছে। সময়মতো আসলে হয়তো ৫-৬ টির বেশি দোকান পুড়তো না।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল মান্নান বলেন, ‘আমরা ৬টা ২০ মিনিটে জেনেছি। এর মধ্যেই আগুন ছড়িয়ে পড়েছে। আমাদের তিন টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর