সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর

ফিলিপাইনে বাস-পিকআপের সংঘর্ষে একই পরিবারের ১১ জন নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ জুলাই ২০২৪, ১৭:৫১

উত্তর ফিলিপাইনে একটি বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে একই পরিবারের অন্তত ১১ জন নিহত হয়েছেন।

বুধবার (১০ জুলাই) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ যাত্রী।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে দেশটির পুলিশ প্রধান মেজর আন্তোনিও পালাত্তাও বলেছেন, ছোট টয়োটা হিলাক্স পিকআপটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আবুলুগ শহরে রাস্তার পাশের একটি খাবারের দোকানে ঢুকে পড়ে। এতে চালক ও খাবার দোকান মালিক উভয়েই আহত হয়েছেন। ওই শহরটি রাজধানী ম্যানিলা থেকে ৬০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

পুলিশ বলেছে, মধ্যরাতের পরপরই দুর্ঘটনাটি ঘটে এবং পিকআপ চালক ওই শহরের সড়কের অবস্থা সম্পর্কে তেমন অবগত ছিলেন না।

পুলিশ ক্যাপ্টেন জুন-জুন তোরিও এএফপিকে বলেন, টয়োটা হিলাক্সের চালক এলাকাটির সঙ্গে ভালোভাবে পরিচিত ছিলেন না। পিকআপ ট্রাকের যাত্রীরা একই পরিবারের সদস্য।

পুলিশ প্রধান পালাত্তাও বলেন, দুর্ঘটনার জন্য কারা দায়ী তা নির্ধারণের জন্য পুলিশ তদন্ত করছে।

ফিলিপাইনে ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ, জরাজীর্ণ যানবাহন এবং বিপজ্জনক সড়কের কারণে সম্প্রতি বেশ কয়েকটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে।

গত মার্চ মাসে দক্ষিণ ফিলিপাইনে যাত্রীবাহী ভ্যান একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়।

ওই দুর্ঘটনার ব্যাপারে পুলিশ জানিয়েছিল, বালি ও পাথর বহনকারী ১০ চাকার ওই ট্রাকটির ব্রেক খারাপ হলে নিয়ন্ত্রণ হারিয়ে এটি ভ্যানে ধাক্কা দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর