প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪, ১২:৫৭
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পাওয়া চোট লিওনেল মেসিকে অনির্দিষ্টকারের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর মেসির ক্লাব ইনআর মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, চোটে আর্জেন্টাইন কিংবদন্তির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বুধবার মেসির চোটের সবশেষ পরিস্থিতি বিবৃতি দিয়ে জানায় ইন্টার মায়ামি। সেখানে বলা হয়, ‘মেডিকেল পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে, লিওনেল মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে, সেটি নির্ভর করছে তাঁর পর্যায়ক্রমিক সেরে ওঠা এবং সেগুলোর মূল্যায়নের ওপর।’
পরীক্ষার ফল পাওয়ার আগের দিন মেসির মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছিলেন, মেজর লিগ সকারে (এমএলএসে) অন্তত দুই ম্যাচে মেসিকে পাওয়া যাবে না। আগামী ২৭ জুলাই লিগস কাপের শিরোপা ধরে রাখার মিশনে নামবে মায়ামি। এর আগে এমএলএসে আগামীকাল বাংলাদেশ সময় ভোরে টরন্টো এফসি এবং রোববার ভোরে শিকাগো ফায়ারের মুখোমুখি হবে ফ্লোরিডার দলটি।
বাংলাদেশ সময় গত সোমবার সকালের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ত্রিমুকুট জেতে আর্জেন্টিনা। ম্যাচের ৩৬তম মিনিটে প্রথমে চোট পান মেসি। এ যাত্রায় লম্বা সময় শুশ্রুষা নিয়ে কষ্টে খেলা চালিয়ে গেলেও ম্যাচের ৬৪তম মিনিটে আবারও চোট পান তিনি। এরপর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। তার ডান পায়ের আঘাত লাগা অংশের ফুলে থাকা ছবি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্স টেবিলে দ্বিতীয় স্থানে মায়ামি। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে শীর্ষে সিনসিনাটি।
মন্তব্য করুন: