ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২২৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। গত রবিবার এবং সোমবার ভারি বৃষ্টিপাতের পর এ ভূমিধসের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দুটি পৃথক ভূমিধসে এই প্রাণহানির ঘটনা ঘটে।
প্রকাশিত:
২৪ জুলাই ২০২৪, ১৭:৩৮
ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২২৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। গত রবিবার এবং সোমবার ভারি বৃষ্টিপাতের পর এ ভূমিধসের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দুটি পৃথক ভূমিধসে এই প্রাণহানির ঘটনা ঘটে।
দক্ষিণ ইথিওপিয়ার গোফা জোনের কেনচো শাচা গোজদি জেলায় নিহতদের মধ্যে অল্পবয়সী শিশু এবং গর্ভবতী নারীও ছিলেন বলে স্থানীয় প্রশাসক দাগমাউই আয়েলে জানিয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সরকারি মালিকানাধীন ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (ইবিসি) জানিয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন এবং এখনো উদ্ধার অভিযান চলছে।
মন্তব্য করুন: