সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর

প্যারিস অলিম্পিকে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৪, ১৭:৩০

ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল শুক্রবার (২৬ জুলাই) শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়ার আসর গ্রীষ্মকালীন অলিম্পিক। এবারের প্যারিস অলিম্পিকে প্রযুক্তির নানা রকম ব্যবহার চোখে পড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে নিরাপত্তাবিষয়ক নানা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এ আয়োজনে। প্রযুক্তিপ্রতিষ্ঠান ইন্টেল প্যারিস অলিম্পিকের অফিশিয়াল এআই প্ল্যাটফর্ম পার্টনার। এবারই প্রথম কোনো অলিম্পিকে এআই পার্টনার দেখা যাচ্ছে।

শীর্ষ প্রসেসর নির্মাতা ইন্টেল করপোরেশন দর্শনার্থীদের ভিন্ন অভিজ্ঞতা দিতে ‘স্টাডে দ্য ফ্রান্স’ নামের এলাকায় একটি এআই স্ট্যান্ড স্থাপন করে গুঞ্জন সৃষ্টি করছে। দর্শনার্থীরা স্ট্যান্ডের মনিটরের সামনে দাঁড়ালে দেখতে পান তাঁদের শরীর কোন খেলার জন্য সবচেয়ে উপযুক্ত। এআই ব্যবহারে দর্শনার্থী ও ক্রীড়াবিদদের শরীরের শক্তি ও দুর্বলতা সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ১২টি খেলার মধ্যে কোন খেলার জন্য ওই ব্যক্তি উপযোগী, তা জানাবে এআই। ফুটবল, দৌড় আর টেবিল টেনিসের মতো খেলার তথ্যও বিশ্লেষণ করবে এআই।

এই প্রযুক্তি শুধু অলিম্পিক গেমসের দর্শকদের জন্য নয়, ভবিষ্যতে বিশ্বের যেকোনো জায়গায় সম্ভাব্য ক্রীড়া প্রতিভা খুঁজে পেতে সহায়তা করতে পারে। ইন্টেলের এই প্রযুক্তির একটি সংস্করণ সেনেগালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আগে পরীক্ষা করেছিল। সেনেগালের এক হাজারের বেশি তরুণ এই প্রযুক্তির পরীক্ষায় অংশ নেন। এআইয়ের মাধ্যমে ৪৮ জন ভালো ক্রীড়াবিদকে চিহ্নিত করা হয়েছিল। ইন্টেলের অলিম্পিক ও প্যারালিম্পিক কার্যালয়ের প্রধান সারাহ ভিকারস বলেন, ‘আপনি খুব কম খরচে বিশ্বের বিভিন্ন এলাকায় পৌঁছাতে পারেন। বিশ্বের সব খেলাধুলার জন্য ক্রীড়াবিদদের খুঁজে বের করতে পারেন এই প্রযুক্তি দিয়ে। আমরা মনে করি, বিশ্বজুড়ে ক্রীড়াবিদদের জন্য আরও অনেক সুযোগ উন্মোচিত হবে এআইয়ের কল্যাণে।’

প্যারিসে নিরাপত্তার জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে জানিয়েছে অলিম্পিক কর্তৃপক্ষ। একটি এআই চ্যাটবট বর্তমান অলিম্পিয়ানদের (অলিম্পিক ক্রীড়াবিদ) সাহায্য করতে ব্যবহার করা হচ্ছে। ইন্টেল ক্রীড়াবিদদের জন্য প্রশ্নোত্তরভিত্তিক একটি চ্যাটবট তৈরি করেছে। এই চ্যাটবটের মাধ্যমে ক্রীড়াবিদেরা প্যারিসের আশপাশে কীভাবে যেতে হবে, কোথায় খেতে হবে বা কী করা যায় ইত্যাদি জানার সুযোগ পাচ্ছেন। অলিম্পিকে কর্মরত কর্মকর্তাদের জন্য অপেক্ষা না করে সরাসরি চ্যাটবটের মাধ্যমে তাৎক্ষণিক উত্তর পাচ্ছেন ক্রীড়াবিদেরা। ইন্টেলের কর্মকর্তা ভিকারস বলেন, ‘আমরা সত্যিই ইতিবাচক প্রতিক্রিয়া দেখছি। ক্রীড়াবিদদের অন্য সব দুশ্চিন্তা এআই দিয়ে সমাধান করছি। ক্রীড়াবিদেরা যেন তাঁদের পারফরম্যান্সের ওপর মনোযোগী হতে পারেন, আমরা সেই সুযোগ দিচ্ছি।’

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অলিম্পিক নিয়ে বিভিন্ন পোস্টের ওপরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এআই দিয়ে নজর রাখছে। ক্রীড়াবিদদের সুরক্ষা দিতে অনলাইনের অপব্যবহার প্রতিরোধ করতে এআই ব্যবহার করা হচ্ছে। এআই ব্যবহার করে এবারের অলিম্পিকে দূরের দর্শকদের জন্য বিভিন্ন সুযোগ তৈরি করা হচ্ছে। অলিম্পিকের বিভিন্ন খেলার অংশবিশেষ নিয়ে হাইলাইটস তৈরি করা হচ্ছে এআই দিয়ে। সাধারণভাবে এসব হাইলাইটস ভিডিও সম্পাদনা করা হতো সময় নিয়ে। এবারে এআই ব্যবহার করে খুব সহজে দর্শকের মনোযোগ বুঝে হাইলাইটস তৈরি করা হচ্ছে। ইন্টেলের স্বয়ংক্রিয় হাইলাইটস জেনারেশন সিস্টেম সব খেলাধুলার গুরুত্বপূর্ণ মুহূর্ত ধারণ করতে পারে। এই সিস্টেমকে অলিম্পিকের আর্কাইভ ভিডিওর মাধ্যমে প্রশিক্ষিত করা হয়েছে। দর্শক ও টিভি চ্যানেলে চাহিদা বুঝে এআই স্বয়ংক্রিয় হাইলাইটস তৈরি করতে পারে। অন্যদিকে এনবিসি টিভি চ্যানেল পিকক অ্যাপের মাধ্যমে পছন্দমতো প্রতিদিন ১০ মিনিটের হাইলাইটস প্লেলিস্ট তৈরি করে দিচ্ছে। এআই ব্যবহার করে মার্কিন ক্রীড়া ধারাভাষ্যকার আল মাইকেলসের কণ্ঠ ব্যবহার করা হচ্ছে এসব ভিডিওতে।

খেলার মাঠে সময় গণনার জন্য ওমেগা সঠিক ফলাফল নিশ্চিত করতে এআই-চালিত বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করছে বলে জানিয়েছে। একটি স্ট্রোবোস্কোপিক টুল ব্যবহার করা হচ্ছে অ্যাথলেটিকস ও ডাইভিং ইভেন্টে ক্রীড়াবিদদের ওপর নজর রাখার জন্য। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গতিবিধি অনুসরণ করতে পারে ওমেগার টাইমকিপিং যন্ত্র।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর