প্রকাশিত:
৩১ জুলাই ২০২৪, ১১:৩৮
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হয়েছেন। হামাস এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বুধবার (৩১ জুলাই) আলাদা বিবৃতিতে হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের সময় হামাস ও ফিলিস্তিনের প্রতি তেহরানের সমর্থনের প্রশংসা করার কয়েক ঘণ্টা পর ফিলিস্তিনি নেতাকে হত্যা করা হয়।
ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিহাই ইলিয়াহু হানিয়াহের হত্যার প্রতিক্রিয়ায় তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে বলেছেন, ‘এই নোংরামি থেকে বিশ্বকে পরিষ্কার করার এটিই সঠিক উপায়।
আর কোনো কাল্পনিক শান্তি বা আত্মসমর্পণ চুক্তি নয়, এই নশ্বরদের জন্য আর কোনো করুণা নেই।’
তিনি যোগ করেন, ‘লোহার হাত যেটি তাদের আঘাত করবে সেটিই শান্তি এবং একটু স্বস্তি আনবে। যারা শান্তি চায় তাদের সঙ্গে শান্তিতে বসবাস করার আমাদের ক্ষমতাকে শক্তিশালী করবে। হানিয়াহের মৃত্যু বিশ্বকে একটু ভালো করে তুলবে।’
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার (৩১ জুলাই) তেহরানে গিয়েছিলেন হানিয়া। যে ভবনে তারা অবস্থান করছিলেন, সেখানে হামলা চালানো হলে হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হন। রেভল্যুশনারি গার্ড কর্পস বলেছে, সেখানে ঠিক কী ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে এবং শিগগিরই তা প্রকাশ করা হবে।
মন্তব্য করুন: