প্রকাশিত:
১ আগষ্ট ২০২৪, ১৭:০০
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় ঋণের চাপে মা ও মেয়ে কীটনাশক/ কেরি ট্যাবলেট খেয়ে মৃত্যুবরণ করে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের দক্ষিণ পাড়ার মজিবুর রহমানের স্ত্রী নূরতারা বেগম (৫৫), ও কাঠালিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী সবুজ মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার (২৬) ৩০জুলাই দুজনের মৃতদেহ উদ্ধার করে নবীনগর থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা গেছে, মৃত নূরতারা বেগম একাধিক সমিতি থেকে ক্ষুদ্রঋণ নিয়ে ছিলেন এবং তার মেয়ে মৃত সোনিয়া আক্তার এর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার এনেছিলেন। মেয়ের টাকা-স্বর্ণালংকার দিতে না পেরে ও সমিতির কিস্তির টাকার চাপে পরে মা- মেয়ে দু'জনই আত্নহত্যা পথ বেছে নিয়েছেন।
পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় তাদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার মা- মেয়ের স্টমাক ওয়াস করে কুমিল্লায় রেফার করেন। কুমিল্লা নেয়ার পথে দুজনেই মারা যায়। সোনিয়া আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন এবং তার দুটি শিশু সন্তান রয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইদানিংকালে নবীনগরে আত্মহত্যা প্রবণতা বেড়েছে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন: