সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর

পাকিস্তান সফরের জন্য নিরাপত্তা পরামর্শক চায় বিসিবি

খেলা ডেস্ক

প্রকাশিত:
১ আগষ্ট ২০২৪, ১৮:০৯

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট দেশ ছাড়বে টাইগাররা। এই সফরে শান্ত বাহিনীকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। তারপরও এই সফরে একজন নিরাপত্তা পরামর্শককে (সিকিউরিটি কনসালটেন্ট) সঙ্গে নিয়ে যেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে বিসিবির সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।

মূলত, পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ নিতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই একই অভিযোগে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায় ভারত। যার ফলে শঙ্কা জেগেছে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। এবার নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে বাংলাদেশও।

এ বিষয়ে ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, দেখুন, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাদের (পাকিস্তান)। আমরা সে দেশে যাব কারণ তারা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার কথা নিশ্চিত করেছে। সেটি জেনেই আমরা সফর চূড়ান্ত করেছি। আপনারা দেখেছেন এশিয়া কাপেও (২০২৩) বাংলাদেশ দলকে একই মানের নিরাপত্তা দেওয়া হয়েছিল পাকিস্তানে।

বাংলাদেশ সরকারের কাছে নিরাপত্তা পরামর্শক চাওয়ার বিষয়ে তিনি বলেন, আপনারা হয়তো জেনে থাকবেন যে, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দেশ সেখানে (পাকিস্তান) সফর করেছে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছে। আমরা একইভাবে নিরাপত্তা নিয়ে সচেতন, কিন্তু তাদের কাছ থেকে সর্বোচ্চ নিরাপত্তা পাওয়ার কথা জেনেই সফরের সম্মতি দিয়েছি।

‘একইসঙ্গে আমরা সরকারের কাছেও একজন নিরাপত্তা পরামর্শক নিয়োগ দেওয়ার আবেদন জানিয়েছি। যাতে তারা সেখানকার নিরাপত্তা কাজে নিয়োজিতদের সঙ্গে সমন্বয় করতে পারে।’

আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা রয়েছে শান্ত-সাকিবদের। এরপর ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর