সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর
  • বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা-রানি

৯/১১’র মাস্টারমাইন্ড খালিদের সঙ্গে আবেদন চুক্তি বাতিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৪, ১৪:৩৫

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার (২ আগস্ট) ৯/১১ এর মাস্টারমাইন্ড খালিদ শেখ মোহাম্মদের সঙ্গে ‘আবেদন চুক্তি’ বাতিল করেছেন। চুক্তিটির ব্যাপারে ঘোষণার মাত্র দুদিন পরই তা বাতিল করা হলো। 

চুক্তি অনুযায়ী, খালিদ শেখ মোহাম্মদ এবং তার দুই সহযোগী ওয়ালিদ বিন আত্তাস ও মোস্তফা আল হাউসাউই নিজেদের দোষ স্বীকার করবেন। কিন্তু, বিচারে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হবে।

গত বুধবার (৩১ জুলাই) ঘোষণা করা হয়, খালিদ শেখ মোহাম্মদ এবং তার দুই সহযোগীর সঙ্গে চুক্তির হওয়ায় দীর্ঘদিন ঝুলে থাকা মামলাগুলো নিষ্পত্তির দিকে যাবে। তবে, এই চুক্তিতে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের কিছু স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

প্রতিরক্ষামন্ত্রী অস্টিন মামলাটির তদারক সুসান এসকালিয়ারের উদ্দেশে এক চিঠিতে বলেন, ‘আসামিদের সঙ্গে বিচার-পূর্ব চুক্তিতে যাওয়ার সিদ্ধান্তের তাৎপর্যের আলোকে আমি মনে করছি, এই ধরনের সিদ্ধান্তের দায়-দায়িত্ব আমার ওপর ন্যস্ত থাকা উচিত। আমি এতদ্বারা উপরে উল্লেখিত মর্মে আপনি ৩১ জুলাই, ২০২৪ সালে স্বাক্ষরিত তিনটি বিচার-পূর্ব চুক্তি প্রত্যাহার করছি।’

৯/১১ এর হামলার ঘটনায় করা মামলাগুলো বছরের পর বছর ধরে বিচার-পূর্ব প্রক্রিয়ায় আটকে আছে। আসামিরা কিউবার গুয়ানতানামো বে সামরিক ঘাঁটিতে বন্দি ছিলেন।

চলতি সপ্তাহে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘খালিদ শেখ মোহাম্মদ, ওয়ালিদ বিন আত্তাশ ও মুস্তাফা আল-হাওসাভি বিচারের মুখোমুখি হলে তাদের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে, এমন শর্তে হামলায় জড়িত থাকার জন্য দোষ স্বীকার করতে সম্মত হয়েছেন।’

খালিদ শেখ মোহাম্মদ আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ ও সবচেয়ে বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিত। ২০০৩ সালের মার্চ মাসে তাকে পাকিস্তান থেকে গ্রেপ্তার করা হয়। ২০০৬ সালে গুয়ান্তানামো ঘাঁটিতে পাঠানোর আগে তিন বছর তিনি সিআইএর গোপন কারাগারে আটক ছিলেন।

প্রশিক্ষিত প্রকৌশলী হিসেবে পরিচিত খালিদ শেখ মোহাম্মদ ৯/১১ হামলার আদ্যোপান্ত জানতেন বলে জানিয়েছেন। এ ছাড়া ২০০২ সালে মার্কিন সাংবাদিক ডেনিয়েল পার্লকে নিজ হাতে হত্যার কথাও স্বীকার করেছেন তিনি। ১৯৯৩ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর