প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৪, ১৬:২৭
ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক নীতিন আগরওয়াল ও স্পেশাল ডিজি (পশ্চিম) ওয়াইবি খুরানিয়াকে অপসারণ করা হয়েছে।
দেশটির সরকারের এ সিদ্ধান্তকে নজিরবিহীন বলে বর্ণনা করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।
মন্ত্রিসভার নিয়োগ কমিটির জারি করা পৃথক আদেশে বলা হয়েছে, এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এনডিটিভি লিখেছে, এই সিদ্ধান্তের পেছনে সীমান্ত দিয়ে লাগাতার অনুপ্রবেশকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। তাছাড়া বিএসএফ প্রধানের বিরুদ্ধে সমন্বয়ের অভাবসহ নানা অভিযোগ ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বাহিনীর মধ্যে কমান্ড ও নিয়ন্ত্রণের অভাব এবং অন্যান্য সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের অভাবের কারণে তাকে অপসারণ করা হয়েছে।”
ওই কর্মকর্তা বলেন, “দুই উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিঃসন্দেহে বাহিনীর প্রতি সরকারের তরফে একটি কড়া বার্তা।”
গত বছরের জুন মাসে বিএসএফ প্রধানের দায়িত্ব নেন আগরওয়াল। আর খুরানিয়া পাকিস্তান সীমান্তে এই বাহিনী গঠনের নেতৃত্ব দিয়েছিলেন।
মন্তব্য করুন: