সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর

কক্সবাজারে বাজার তদারকি অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৪, ১৬:৫৩

কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণসহ ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সকালে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।

তিনি জানান, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বড় বাজারের মেসার্স জাইনুল স্টোর, হাসান স্টোর, আল আমিন বাণিজ্যালয়, মেসার্স বাদশা বাণিজ্যালয়কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এক হাজার টাকা করে টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বেচা-কেনায় পাকা রশিদ পরিবীক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন, এবং সে অনুযায়ী বিক্রি করা হচ্ছে কি না, মেয়াদোত্তীর্ণ পণ্য বেচা-কেনা, ওজনে কারচুপি, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মজুদ পরিস্থিতি ইত্যাদি বিষয়ে মনিটরিং এবং সতর্ক করা হয়েছে।

এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং ভোক্তা-ব্যবসায়ীদের সচেতন করা হয় বলে জানান এই কর্মকর্তা।

অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জহর লাল দাস ও বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর