প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৪, ১১:০২
ঢাকা রাস্তায় গণপরিবহন কম। রিকশা, বাইক, প্রাইভেট কারে চলেছে মানুষ।
দোকানপাট অফিস আদালত খুলছে কম । সকালে প্রথম কয়েক ঘণ্টা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে যার মত করে চলেছে গন্তব্যে।
রোববার (৪ আগষ্ট) রাজধানীর ১০ নম্বর, বিজয় সরণি, মালিবাগ নয়াপল্টন মতিঝিলে এমন চিত্র দেখা গেছে।
কাল রাত থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা অসহযোগ ও বাংলাদেশ আওয়ামী লীগের পাল্টাপাল্টা কর্মসূচির মধ্যে আশঙ্কায় মানুষ। সকালে প্রাথমিক শঙ্কা কাটিয়ে এরই মধ্যে যে যার মত করে অফিসে যাচ্ছে।
বাস স্টপেজগুলোতে মানুষ অফিস যাওয়ার জন্য অপেক্ষা করছে তবে রাস্তায় গণপরিবহণ কম। রিকশা, ভ্যান, মটোরবাইক, সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার যে যার মত করে অফিসে চলেছে। দুয়েকটি গণপরিবহণ দেখলেই কর্মস্থলমুখি মানুষ হুমড়ি খেয়ে পড়ছে।
তবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানাযায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সতর্ক চোখ চারদিকে। সকাল ৯টা থেকে সাড়ে দশটা পর্ষন্ত মানুষকে দেখা গেছে দোকানের সামনে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে।
মতিঝিলে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকসহ অন্যান্য ব্যাংক, বীমা আর্থিক প্রতিষ্ঠানে মানুষ প্রবেশ করছেন। প্রাইভেট গাড়ি, মোটরসাইকেল, রিকশা ও অটোরিকশাতে এসব মানুষ অফিসে আসছেন। অনেকে আসছেন পায়ে হেঁটে।
সরকারি বেসরকারি ব্যাংক,বিমা, আর্থিক প্রতিষ্ঠান গুলো খুললেও সতর্কতা বজায় রাখছে।
মতিঝিলের ফুটপাতগুলোতে প্রতিদিনের জমাট অবস্থাতে নেই। যদিও এ সব দোকান দুপুরে খুলে, কিম্তু চা, বিড়ির দোকানের মত কিছু দোকান খুলে সকালে আজ এ সব দোকান খুলেনি।
মন্তব্য করুন: