সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর
  • বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা-রানি

সাংবাদিক সাজিদ সরকারকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৪, ২০:২৫

চলমান কোটা আন্দোলন নিয়ে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য সর্বদা মাঠে রয়েছেন। এরই অংশ হিসেবে তিন আগস্ট শুক্রবার বিকেলে উত্তরায় ছাত্রদের উপর দূবৃত্তদের গুলি করার সংবাদ প্রচার করায় একাত্তর টেলিভিশনের সাংবাদিক সাজিদ সরকারকে হত্যার হুমকি দেয়া হয়।

 

শুক্রবার রাত বারোটা ষোলো মিনিটে, ০১৫৭৫... ৩৫৪ নাম্বার থেকে সাজিদ সরকারের মায়ের নম্বর ০১৭৬৪....১৩-এ ফোন দিয়ে মনিরুল ইসলাম মনির নামে পরিচয় দিয়ে এক ব্যাক্তি বলেন, আপনার ছেলেকে সাবধান করেন। না হলে এক মাসের মধ্যে তার লাশ দেখবেন।

 

পরে ওই নম্বরটি গোয়েন্দা পুলিশের সহায়তার মাধ্যমে পরিচয় পাওয়া যায়্। যার কল রেকর্ডও এই প্রতিবেদকের কাছে আছে। যাতে দেখা যায়, মনিরুল ইসলাম মনির, গাজীপুরের টংগী বিদ্যুৎ উ্ন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী। তার গ্রামের বাড়ি, বরগুনা জেলায়, পিতার নাম নুরুল ইসলাম হাওলাদার। টঙ্গীর কেন্দ্রীয় সরঞ্জাম মেরামত কারখানায় নিরাপত্তা প্রহরী পদে চাকুরি করেন মনির।

 

এ বিষয়ে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, টঙ্গীর তত্ত্ববধায়ক প্রকৌশলী মোহাম্মাদ হারুন অর রশিদকে হত্যার হুমকির বিষয়ে অভিযোগ জানালে, তিনি বলেন, যেহেতু অভিযোগ এসেছে মনিরের বিরুদ্ধে, তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আর মনির যেহেতু সরকারি চাকুরি করেন, দলীয় সম্পৃক্তা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

এদিকে, অপরাধ বিষয়ক, সাংবাদিক সাজিদ সরকারকে হুমকির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক, সাংবাদিক সংগঠন। আর হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর