সোমবার, ৫ই মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • রপ্তানি ট্রফি নীতিমালা সংশোধনে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে কমিটি
  • এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ
  • মঙ্গলবার সকালে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া
  • অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গারা ফিরে যাবে না
  • এবার কোরবানিযোগ্য পশু ১ কোটি ২৪ লাখ
  • স্থায়ী একটি গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছি
  • হাসিনা-পুতুলসহ পেছালো ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তার প্রতিবেদন
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে কোনো চুক্তি করেনি সরকার
  • হজযাত্রীদের ভিসা আবেদন সোমবার দুপুর ১২টার মধ্যে করতে হবে
  • ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে

টেকনাফে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, ১০ জনের লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৪, ১৭:৩৪

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে ঢেউয়ের কবলে পড়ে রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নারী, পুরুষ, শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার কাছে বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। পরে অনেকে সাঁতরে কূলে উঠে আসতে সক্ষম হয়েছেন। এ পর্যন্ত টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া ঘাট এলাকা থেকে ১০ নারী-পুরুষ ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সাতজন নারী, দুজন পুরুষ ও একজন শিশু রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

সাঁতরে তীরে উঠে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নৌকায় ২৯ জনের মতো রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু ছিল। নৌকাটি উপকূলে ভেড়ানোর সময় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। এতে কিছু লোক সাঁতরে উপকূলে উঠতে পারলেও অনেকে নিখোঁজ ছিলেন। পরে বিভিন্ন এলাকা থেকে জোয়ারের পানিতে তাঁদের লাশ ভেসে আসে।

টেকনাফ সদরের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ মিয়া বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গা নাগরিকেরা বিজিবির হেফাজতে রয়েছেন। তাঁদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, আজ ভোররাতের পর ওপার থেকে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। মাঝেমধ্যে মর্টার শেল, শক্তিশালী গ্রেনেড বোমার বিস্ফোরণের শব্দে এ পারের বাড়িঘর কাঁপছে। মিয়ানমারে আরাকান আর্মি ও সে দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘাত বেড়ে যাওয়ায় সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর