সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর
  • বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা-রানি
  • প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক
  • পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি

যশোরে জামায়াতে ইসলামীর নফল নামাজ আদায়, শান্তি-শৃংখলা বজায় রাখার আহবান

যশোর প্রতিনিধি

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৪, ১৫:৪৫

যশোরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে রাজপথে ২ রাকাত নফল নামাজ আদায় করেছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

৬ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে সড়কে নফল নামাজ আদায় করেন। ইমামতি করেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আজিজুর রহমান।

নামাজ আদায়ের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতা-কর্মী এবং জনগণের উদ্দেশ্যে দিক-নিদের্শনা মূলক বক্তৃতা করেন জামায়াত-শিবির নেতৃবৃন্দ।

সব জায়গায় শান্তি শৃংখলা বজায় রাখার আহবান জানিয়ে তারা বলেন,এই আন্দোলনের বিজয়ের কৃতিত্ব ছাত্রদের।

বক্তারা বলেন, এটি দেশের ইতিহাসে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়। এখন নেতা-কর্মীদের ধৈর্য্য ধারণ করতে হবে। কোন প্রকার হামলা, ভাংচুর সহিংসতায় লিপ্ত হওয়া যাবে না।

আরও উল্লেখ করেন, দেশে সংখ্যালঘু বলে কিছু নাই। সবাই আমরা বাংলাদেশী। সবার নিরাপত্তার দায়িত্ব আমাদের কাধে তুলে নিতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আজিজুর রহমান, শহর সাংগঠনিক জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি মোস্তফা কামাল। সমাবেশ সঞ্চালনা করেন জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহবুদ্দিন বিশ্বাস।

এসময় ছাত্ররা অবস্থান কর্মসূচিতে কোন প্রকার দলীয় স্লোগান না দিতে অনুরোধ করেন। সমন্বয়কারীরা সাধারণ ছাত্র এবং ভিন্ন ধর্মাবলম্বিদের বাড়ি-ঘর ও ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা দেয়ার দাবি জানান।

নামাজ শেষে ঈদগাহ মোড় থেকে বিশাল বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক প্রদক্ষিণ করে যশোরের আন্দোলনের প্রধান জমায়েত স্থান যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া চেকপোস্টে গিয়ে শেষ। সেখানে আগে থেকেই অবস্থান করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানের সাথে সংহতি প্রকাশ করে কর্মসূচি শেষ করা হয়।

সমাবেশে বক্তৃতাকালে আন্দোলনে সারাদেশে নিহত ছাত্রদের শাহাদাতের মর্যাদা কামনা করে রুহের মাগফেরাত কামনা করা হয়। আহতদের আশু সুস্থতা কামনা করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর