প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৪, ১৩:০০
শেখ হাসিনার দেশত্যাগের পর পদত্যাগের হিড়িক পরেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এখনো পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন সহ পদত্যাগ করেছেন পরিবহন প্রশাসক, হল প্রাধ্যক্ষ, প্রক্টরিয়াল বডির সকল সদস্য সহ গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা।
পদত্যাগকারী সকলের সাথে কথা বলে এই ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে।
শনিবার (১০ আগস্ট) রেজিস্ট্রার বরাবর প্রক্টরিয়াল বডি থেকে প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর-মো. জাহিদ হাসান, অমিত দত্ত, আবু ওবায়দা রাহিদ, সহকারী প্রক্টর শারমিন সুলতানা সন্ধ্যায় পদত্যাগ পত্র জমা দেন। একই দিনে পদত্যাগ করেন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের হাউজ টিউটর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউজ টিউটর পদ থেকে পদত্যাগ করেছেন আইসিটি বিভাগের প্রভাষক কাশমী সুলতানা ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সজীব রহমান।
রবিবার (১১আগস্ট) পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন, পরিবহন প্রশাসক ড. স্বপন চন্দ্র মজুমদার, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট শামসুজ্জামান মিলকী, শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক মেহের নিগার।
এছাড়া রবিবার (১১ই আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে।
মন্তব্য করুন: