প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৪, ১৫:২১
আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয় সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আগে নির্ধারিত বয়সসীমা ছিল সর্বোচ্চ ৬৭ বছর। এ বিষয়টি নিয়ে আজ (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা কাউন্সিলেরর সভায় বয়স তুলে দেওয়ার সিদ্ধান্ত হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা তুলে দিলে আহসান এইচ মনসুরের দায়িত্ব নিতে সমস্যা নেয় বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্তব্য করুন: