প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৪, ১৬:৪০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত বর্ডার গার্ড সদস্যদের দেখতে পিলখানায় বিজিবি হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার বিজিবি সদর দফতর থেকে এই তথ্য জানানো হয়।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আহত বিজিবি সদস্য এবং আন্দোলনে আহত হয়ে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন উপদেষ্টা।
সাম্প্রতিক ঘটনায় বিজিবির তিন জন সদস্য নিহত (এদের মধ্যে দু’জন র্যাবে কর্মরত ছিলেন) এবং ১৩০ জন বিজিবি সদস্য আহত হয়েছেন।
এছাড়াও আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তারাও বর্তমানে বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: