প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৪, ১৭:৪১
আদালত বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টার থেকে যারা গুলি করেছেন তারা শুধু একাই অপরাধী নন, যারা হেলিকপ্টার থেকে গুলির অর্ডার দিয়েছেন তারা সমানভাবে অপরাধী। এর দায় কেউই এড়াতে পারেন না।
বুধবার (১৪ আগস্ট) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন।
শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিতে ১০ শিশু নিহত হওয়ার ঘটনায় দায়ের করা রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খোন্দকার।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টার ও পুলিশের গুলিতে নিহত হয় অনেক শিশু। এদের ক্ষতিপূরণ চেয়ে রিটের শুনানি করে আজ আদালত এ আদেশ দেন।
মন্তব্য করুন: