রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • রপ্তানি ট্রফি নীতিমালা সংশোধনে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে কমিটি
  • এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ
  • মঙ্গলবার সকালে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া
  • অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গারা ফিরে যাবে না
  • এবার কোরবানিযোগ্য পশু ১ কোটি ২৪ লাখ
  • স্থায়ী একটি গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছি
  • হাসিনা-পুতুলসহ পেছালো ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তার প্রতিবেদন
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে কোনো চুক্তি করেনি সরকার
  • হজযাত্রীদের ভিসা আবেদন সোমবার দুপুর ১২টার মধ্যে করতে হবে
  • ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে

নাইক্ষ্যংছড়ি'র সিমান্ত লাগোয়া ঘুমধুমে বিপুল পরিমাণ ইয়াবা ও ২ কেজি ক্রিস্টাল আইস জব্দ

আনোয়ার হোছাইন ,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৪, ১১:৩৯

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ৩৪ বিজিবি অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা এবং ২ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে।

শুক্রবার (১৬ আগষ্ট ) রাত আনুমানিক ১ টা'র দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের ফুটেরঝিরি নামক এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়েছে। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৩৪ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাশরুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফুটেরঝিরি নামক এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান মজুদের খবরে রেজুপাড়া বিওপি বিজিবির একটি চৌকস দল অভিযান চালায়। আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩-৪ জন লোক দৌড়ে পালিয়ে যাওয়ায় বিজিবি সদস্যরা পাচারকারীদের ধাওয়া দিলেও আটক করতে সক্ষম হননি।

তিনি আরও বলেন ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি খুলে পাওয়া যায় ৮০ হাজার পিস ইয়াবা এবং ২ কেজি ক্রিস্টাল মেথ আইস।

বিজিবি সুত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির যথাযত বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকান্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে মাদক ও চোরা কারবারীদের বিরুদ্ধে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে বলেও বিজিবি সুত্র নিশ্চিত কেরেন।

জব্দ করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর