প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৪, ১৬:৩৩
কাজী সালাউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে দীর্ঘদিন থাকলেও, দেশের ফুটবলে হয়নি কোনো উন্নতি। বরং, ক্রমাগত পেছাতে থাকে ফুটবল। দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে দেশের ফুটবলকে যেন জিম্মি করে রেখেছেন সালাউদ্দিন।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুর্নীতির বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলছে নিয়মিত। এরই প্রেক্ষিতে সালাউদ্দিনের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। সালাউদ্দিনের পাশাপাশি বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ চেয়েছেন ফোরামের সদস্যরা।
ফোরামের পক্ষ থেকে বলা হয়, ‘বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও তার যাবতীয় অনিয়ম ও দুর্নীতির অন্যতম সহযোগী মাহফুজা আক্তার কিরণকে অবিলম্বে বাফুফে হতে পদত্যাগ করতে হবে। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে এক দফা দাবি জানাচ্ছি। আমাদের এই দাবি মানার জন্য বাফুফেকে সাত দিনের সময় দেওয়া হলো। দাবি মানা না হলে আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’
ঠিক কী কারণে সালাউদ্দিন ও কিরণের পদত্যাগ চাওয়া, সে ব্যাপারে ১০টি বিষয় তুলে ধরা হয় ফোরামের পক্ষ থেকে। যাতে রয়েছে বাফুফের কার্যনির্বাহী কমিটিতে সভাপতির একক ক্ষমতা কমানো, সংস্থাটিতে অবৈধভাবে নিয়োগ বন্ধ করে সৎ, যোগ্য এবং দক্ষ কর্মী নিয়োগ করার কথা। পাশাপাশি দুর্নীতিগ্রস্ত একাধিক কর্মকর্তাকে চাকরিচ্যুত করার কথা বলা হয়েছে।
মন্তব্য করুন: