প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৪, ১৯:১৯
গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শ্রীপুর পৌরসভার সচেতন নাগরিক। সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর পৌরসভা কার্যালয়ের সামনে সচেতন নাগরিকের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্যে তারা বলেন, গত ২০ বছর টেন্ডারবাজির মাধ্যমে দুর্নীতি-অনিয়ম করে স্বৈরাচারের ন্যায় পৌরসভা পরিচালনা করছেন মেয়র আনিছুর রহমান।অপরকিল্পিত ড্রেনেজ ব্যবস্থা, যেখানে সেখানে ময়লা জমে থাকা, হোল্ডিং টেক্স, জন্ম-মৃত্যু সনদ, পানি সাপ্লাই, বিভিন্ন শিল্প কারখানা থেকে ঘুষ গ্রহণ করে ট্রেড লাইসেন্স দেওয়াসহ নানা অনিয়ম করে পৌরসভাকে দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত করে ফেলেছে পৌরবাসীর কাছে।
পৌর যুবদলের নেতা সেলিম আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সহ-কৃষি সম্পাদক শরীফ সিদ্দিকী, শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন, যুগ্ন সম্পাদক টিপু সুলতান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বাতেন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন, শ্রীপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সোহেল ফকির, উপজেলা যুবদলের নেতা রাজীব হোসেন প্রমুখ।
শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে বন্ধ থাকায় এবিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মন্তব্য করুন: