শনিবার, ৩রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আল জাজিরার তথ্যচিত্রে ড. ইউনূসের ভূয়সী প্রশংসা
  • ‘ফেরেশতা এলেও কয়েক মাসে এ দেশকে ঠিক করতে পারবে না’
  • ব্যবসায়ীদের হুট করে রাজনীতিবিদ হওয়া নিয়ে যা বললেন শ্রম উপদেষ্টা
  • আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ
  • টিসিবির ভুয়া কার্ড বাতিল করে স্মার্টকার্ড দেওয়া হবে
  • সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
  • যারা জুলাইয়ের বিপক্ষে ছিল তারা হামলার প্রস্তুতি নিচ্ছে
  • ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়
  • বিমানের প্রস্তাব ফিরিয়ে দিলেন খালেদা জিয়া
  • সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

ভুটান গিয়েই খেলতে হচ্ছে বাংলাদেশকে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৪, ১৮:০২

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে ভুটানের সঙ্গে আগেই কথা-বার্তা চূড়ান্ত করে রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ম্যাচ দুটি কোথায় হবে সেটা নিয়েই চলছিল আলোচনা। অবশেষে সুরাহা মিলেছে। ভুটানে গিয়েই খেলতে হচ্ছে বাংলাদেশকে।


বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
বাংলাদেশ চেয়েছিল ঘরের মাঠে ম্যাচ দুটি খেলতে কিন্তু দেশের চলমান পরিস্থিতি উল্লেখ করে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল ভুটান। যেকারনে বাংলাদেশে আসতে রাজি হয়নি তারা। এর আগে গত রবিবার ইমরান হোসেন জানিয়েছিলেন, নিরাপত্তা নিয়ে শঙ্কার জায়গা থেকেই ভুটান এদেশে আসতে চাচ্ছিল না।


শেষ পর্যন্ত সেটাই হলো। এই উন্ডোতে ম্যাচ খেলার সুযোগ হাত ছাড়া করতে রাজি নয় বলেই প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতে রাজি হয়েছে বাংলাদেশ। ভুটান জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ৫ ও ৮ সেপ্টেম্বর। ৩০ আগস্ট সেদেশে যাবে বাংলাদেশ দল।

আগামী বছর এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ। ডিসেম্বরে হবে বাছাইয়ের ড্র। সেখানে চার নম্বর পটে আছে বাংলাদেশ। র‍্যাংকিংয়ে এগোতে পারলে তিন নম্বর পটে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে। সেই ভাবনা থেকেই ঘরের মাঠে ভুটানের বিপক্ষে খেলতে চেয়েছিল বাংলাদেশ।


কিন্তু সেটা আর হলো না। প্রতিপক্ষের মাঠে এখন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে হাভিয়ের কাবরেরার দলকে। যদিও সবশেষ দেখায় গত বছর সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-১ গোলে হারিয়েছিলেন জামাল ভুঁইয়ারা। ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে ভুটান আছে ১৮২ তম স্থানে। আর বাংলাদেশ ১৮৪।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর