প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৪, ১৪:৪০
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপ এবং ভারী বৃষ্টিপাত জনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই, পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, হালদা নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে নোয়াখালী, ব্রাহ্মনবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলাসমূহের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়ায় বন্যাকবলিত জেলাসমূহের পানি উন্নয়ন বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে এবং তাদেরকে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে পানি উন্নয়ন বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নং: ০১৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮, ০১৬৭৪৩৫৬২০৮ এবং ই-মেইল: ffwcbwdb@gmail.com, ffwc05@yahoo.com প্রয়োজনে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করা যাবে।
বন্যা সংক্রান্ত তথ্যের জন্য সরদার উদয় রায়হান, নির্বাহী প্রকৌশলী, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো, ঢাকা (মোবাইল: ০১৩১৮২৩৪৯৬২) কে বন্যা পূর্বাভাস কেন্দ্রের ফোকাল কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হলো।
মন্তব্য করুন: